রাজনীতি

মেহেরপুর ইউপি নির্বাচন পরবর্তি সহিংসতায় ৫ জন আহত

By মেহেরপুর নিউজ

April 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালীগাংনীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে খোকন ও সাহারন নামের আপন দু’ভাইবোন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষন করেছে বলে এলাকাবাসী দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে।

স্খানীয়রা জানান, কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সদস্য পদে নির্বাচন করেন। নির্বাচনে আবুল কাশেম বিজয়ী হন। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এলাকায় উত্তেজনা শুরু হয়। রবিবার সকালের দিকে উভয় গ্রæপের মধ্যে উত্তেজনা শুরু হলে কথাকাটাকাটির মধ্য দিয়ে শেষ হয়। পরে বিকাল ৪ টার দিকে আবারো উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে সদর থানা বইকন্ডপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এ ঘটনায় উভয় পক্ষের আপন দুভাইবোনসহ ৫ জন আহত হয়েছে। আহত দুভাইবোনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন. সামান্য কথাকাটি হয়েছে। তবে আহত বা গুলি বর্ষনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।