ধর্ম

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 24, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হজ যাত্রীগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।

হজ যাত্রীদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমান, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির,মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি হাফিজুর রহমান। মেহেরপুর জেলা থেকে এবার ২৩০ হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দেবেন। এরমধ্যে ১৩ সরকারী ভাবে এবং বাকি বেসরকারিভাবে হজগমনের উদ্দেশ্যে রওনা দিবেন।