খেলাধুলা

মেহেরপুর উজলপুর ব্যাডমিন্টন ক্লাব ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 03, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার উজলপুর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ৪র্থ বার্ষিকী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উজলপুর ব্যাডমিন্টন ক্লাবের সদস্য আক্তার হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় উজলপুরের আক্তার-মাসুদ জুটি জয়লাভ করেছে। খেলায় আক্তার-মাসুদ জুটি ২১-১০,১৩-২১,২১-১১ সেটে ফতেপুরের আনিসুর-জসিম জুটিকে পরাজিত করে।