বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ওয়েল ফেয়ার ফাউন্ডশনের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ সেপ্টেম্বর: মেহেরপুর ওয়েল ফেয়ার ফাউন্ডশনের উদ্যোগে বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২০০৫ সালে মেহেরপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর আত্বপ্রকাশ ঘটেছিল। সে সময় করে জেলা প্রশাসক নুরু ন্নবী তালুকদার উদ্যোদে ওয়ের ফেয়ার ফাউন্ডেশন এর যাত্রা শুরু হওয়ার পর সর্বশেষ ২০১৬ সালের ১৯ অক্টেবর এ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু অন্য কোন জেলা প্রশাসক বিষয়টির প্রতি নজর না দেওয়ার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মূলত মুখ থুবড়ে পড়ে। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নজরে বিষয়টি দেওয়া হলে তিনি এর নতুন রুপে সাজানোর উদ্যোগ গ্রহন করেন। তারই আলোকে বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। সরকারি কলেজের উপাধাক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক। পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজিম গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ হোসেন সহকারি অধ্যাপক ফুয়াদ খান। ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। প্রত্যষক আ. রাজ্জাক, প্রকৌশলী আ. রহমান প্রমুখ। সভায় জেলার শিক্ষার মান উন্নয়ন সহ মেধাবী গরীব ছাত্রছাত্রীদের সহায়তার করার ব্যাপারে আলোচনা করা হয়।