বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ও গাংনীতে টিসিবির পণ্য বিক্রি

By মেহেরপুর নিউজ

June 03, 2023

 মেহেরপুর নিউজ :

মেহেরপুর সরকারী কলেজ মাঠে ও গাংনী পৌরসভা চত্বরে সরকার নির্ধারিত ভর্তূকী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি করা হয়েছে। শনিবার সকালে ভর্তূকি মূল্য টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। টিসিবি’র কার্ডধারী পরিবার ৩৬০ টাকায় ২ কেজি মুসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল সংগ্রহ করে এসব এলাকার ভূক্তভুগিরা।