বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ও গাংনীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

By মেহেরপুর নিউজ

April 07, 2018

মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল: সার্বজনিন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র এই শ্লোগানে মেহেরপুর ও গাংনীতে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। শনিবার সকালে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বে মেহেরপুর পৌর ঈদগাহ গেটে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. এহসানুল কবীর, ডা. মৃণাল কান্তি মন্ডল, ডা. রফিকুল ইসলাম, ব্রাকের ব্যবস্থাপক মোশাররফ হোসেন, ইপিআই সুপার আব্দুস সালাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার প্রমুখ।

এদিকে গাংনী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে ডা. সৈকত রায়, ডা, সজীব উদ্দিন স্বাধীনসহ অন্যান্য স্টাফ ও নার্সরা অংশগ্রহণ করেন।