শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উদ্যোগে ইফতার মাহফিল

By মেহেরপুর নিউজ

August 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগষ্ট: মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উদ্যোগে ইফতার মাহফিল উদ্যোগে ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেমাবার মেহেরপুর টিএন্ডটি রোডের অবস্থিত প্রতিষ্ঠান কার্যালয়ে এ ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রিন্সিপাল ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব দু’আ মাহফিলে উপস্থিত ছিলেন মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,মেহেরপুর পৌর কলেজের প্রিন্সিপাল একরামুল আযীম,গাংনী ডিগ্রি কলেজের অধ্যাপক এনামুল আযীম,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ,প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী দু’আ মাহফিলে অংশ নেন। পরে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।