শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর কাজী কুদরুতুল মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর:

মেহেরপুরের সদর উপজেলার বামনপাড়া কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সহকারী শিক্ষক খন্দকার আব্দুস সবুরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিদ্যালয় মিলনায়তনে  প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমদহ ইউপি সদস্য দরুদ আলী,অ্যাডভোকেট কাজী শহীদুল ইসলাম,ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন । বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মীর সাজিবুল হাসান, ছাত্র রাজু আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ। পরে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।