বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কাথূলী সড়কে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

August 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট:

মেহেরপুর কাথূলী  সড়কের পৌর কলেজের পাশে এক সড়ক দূর্ঘটনায় নাজিম উদ্দিন(৬৬) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি এখন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের বয়েনউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন মোটর সাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি যাবার পথে মেহেরপুর পৌর কলেজের পাশে বিপরীতগামী একটি আলগামন তাকে ধাক্কা মারে। এত তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।