করোনাভাইরাস

মেহেরপুর কুতুবপুর ইউনিয়নে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

April 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধের কারণে কর্মহীন অসহায় পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সারাদিনের বিভিন্ন সময়ে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় জেলা পরিষদের সদস্য ইমটিয়াজ আহাম্মদ মিরন সেখানে উপস্থিত ছিলেন। এসময় সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানান হয়। এবং সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে করোনা ভাইরাসকে মোকাবেলা করারও আহবান জানানো হয়।