বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর – কুষ্টিয়া সড়কে যান চলাচল শুরু

By মেহেরপুর নিউজ

May 04, 2013

আপডেট

মেহেরপুর নউজ ২৪ ডট কম,০৪ মে:

মেহেরপুর- কুষ্টিয়া সড়কে ২ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহায়তায় আবারো বাস চলাচল শুর হয়েছে।

মেহেরপুর শহরের হাসপাতাল সড়কের একটি লিচু বাগানে লিচু খাওয়াকে কেন্দ্র করে দিঘীরপাড়ার মৃত মজিবর আলীর ছেলে যুবলীগ কর্মী নাকরাম হোসেনকে পেটে চাকু মেরে খনু করে প্রতিপক্ষ রিপন। এ জের ধরে মেহেরপুর ওয়াপদা মোড় এবং দিঘীরপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাদের সহায়তায় ২ ঘন্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।