বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ: যাত্রীরা দুর্ভোগে

By মেহেরপুর নিউজ

June 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ জুন: দুই জেলার মালিক সমিতির দ্বন্দের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় উভয় মালিক সমিতি। একারনে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বাস খলিসাখুন্ডি সিমান্ত পর্যন্ত চলাচল করছে। ঈদ কে সামনে রেখে সরাসরি বাসচলাচল না করায় চরম দূর্ভোগে পড়েছে যাত্রীরা। মেহেরপুর জেলা মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম রসূল জানান,কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মুজিবনগর ভায়া রাজশাহী রুটে একটি বাস চলাচলের অনুমতি চাই। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম অনুপস্থিত থাকা ও সামনে ঈদ হওয়ার কারনে বিষয় টি সূরহা করার জন্য ঈদের পরে বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয় কুষ্টিয়ার নেতৃবৃন্দ কে। তারা কোন কথায় কর্নপাত না করে হুট করে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়। কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলম বলেন, মুজিবনগর ভায়া রাজশাহী রুটে একটি বাস চলাচলের জন্য অনুমতি চাইলে মেহেরপুর জেলা মালিক সমিতি বেশ কয়েক মাস যাবৎ টালবাহানা শুরু করে। নানা অজুহাতে দিনের পর দিন সময় পার করতে থাকে। এ নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর মালিক ও শ্রমিক সমিতির মধ্যে চিঠি চালাচালি হলেও কোন কর্নপাত করেনী। হঠাৎ করে গত বৃহস্পতিবার রাতে মেহেরপুরে থাকা কুষ্টিয়ার সকল বাস ফেরত পাঠায়। এসময় কুষ্টিয়ায় থাকা মেহেরপুর মালিক সমিতির সকল বাস নিয়ে যায়। এ ঘটনার পর থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, ঈদ কে সামনে রেখে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাসচলাচল না যাত্রীদের দূর্ভোগের কথা ভেবে বাস চলাচলের আহবান জানানো হলেও তাতেও কর্নপাত করেনী মেহেরপুর জেলা মালিক সমিতি। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান জানান,সরাসরি বাস চলাচলের কিংবা বন্ধ করার বিষয় টি দুই মালিক সমিতির। এতে শ্রমিকদের কোন কিছু করার নেই। গাংনীর লাল্টু মিয়া নামের এক বাস যাত্রী অভিযোগ করে বলেন,দুই মালিক সমিতির দ্বন্দের জেরে সাধারন মানুষ কে ভোগান্তি পোহাতে হচ্ছে। জনগনের দূর্ভোগ লাঘবে দ্রত সময়ের মধ্যে সমাধান করতে প্রশাসন ও মালিক শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা এলাকার বাসিন্দা আব্দুল হালিম জানান,তিনি গাংনী উপজেলার গাড়াডোব গ্রাম থেকে বাসযোগ বাড়ি ফেরার পথে খুলিসাখুন্ডি নামক স্থানে গাড়ী বদলাতে হয়েছে। ব্যাগ ব্যাগেজ নিয়ে সারাদিন রোজা রেখে ব্রীজের এপার থেকে ওপারে যেতে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। অবিলম্বে দ্বন্দ মিটিয়ে সরাসরি বাস চালানোর অনুরোধ করেন তিনি। কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান ও মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ জানান,পুনরায় সরাসরি বাস চলাচলে উদ্দ্যেগ নেয়া হচ্ছে।