বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে খামারী সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 08, 2017

মেহেরপুর নিউজ, ০৮ আগষ্ট : মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে পিকেএসএফ এর অর্থায়ানে কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রানী সম্পদ ইউনিটের আওতায় সদস্য পর্যায়ের আয় বর্ধন মূলক কর্মকান্ড উন্নয়ন শীষক খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে উজলপুর গ্রামের সমাবেসে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর অর্থ বিতারনের উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহা ব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরিফ আহম্মেদ, সহকারী ব্যবস্থাপক জেসমিন আরা, শাহারিয়ার হায়দার, এম এ ফরহাদুজ্জামান, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন খামারী আকালী, রাজেয়া খাতুন, মর্জিনা খাতুন, ফুলজান প্রমূখ। পরে কর্মকর্তারা উজলপুর গ্রামের বিভিন্ন ছাগল খামার পরিদর্শন করেন।

এদিকে পরে সদর উপজেলার গোভীপুর ভৈরব নদের কিনারে এক আলোচনা সভা ও ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে গোভীপুর গ্রামের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর অর্থ বিভাগের উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহা ব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরিফ আহম্মেদ, সহকারী ব্যবস্থাপক জেসমিন আরা, শাহারিয়ার হায়দার, এম এ ফরহাদুজ্জামান, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম। পরে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।