কৃষি সমাচার

মেহেরপুর কৃষি সম্প্রসারন বিভাগের ডিডি’র বনায়ন কর্মসূচী পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ডিসেম্বর: আজ বৃহস্পতিবার বেসরকারী সংগঠন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত বনায়ন কর্মসূচী পরিদর্শন করেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মনিরুজ্জামান। সংস্থাটি ইতিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দুপাশে জাতীয় ফল আম, বনজ, ঔষধি ও পাম ওয়েল গাছ রোপণ করে দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উপ-পরিচালক মনিরুজামান পরিবেশ সুরক্ষায় বনায়ন কর্মসূচী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এন এম হালিম, ক্যাব সভাপতি রফিকুল আলম, উপকারভোগী সদস্যগণ, স্থানীয় সুধীজন ও সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। সুবাহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলায় পরিবেশ সুরক্ষায় বনায়ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ-পরিচালক  পরিদর্শন কালে এলাকার উপকারভোগী হতদরিদ্র ও সংখ্যালঘু দাসম্প্রদায় মহিলাদের সাথে আলাপ কালে বলেন এই কর্মসূচীর মাধ্যমে দারিদ্র বিমোচন, পুষ্টি ঘাটতি পূরণে সহায়ক হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি গাছের রোগ বালাই দমন ও  পরিচর্যা বিষয়ে পরামর্শ প্রদান করেন।