বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর খোকসা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

By Meherpur News

November 23, 2025

 

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হেলাল উদ্দিনের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

রবিবার বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলিমুদ্দিনের ছেলে হেলালুদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গোয়াল ঘরে রাখা একটি গরু আগুনে পুড়ে দগ্ধ হওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল, সেলাই মেশিন সহ ঘরের অন্যান্য আসবাবপত্র পড়ে ছাই হয়ে যায়।