বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 05, 2019

মেহেরপুর নিউজ, ৫ ফেব্রুয়ারি: আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে মেহেরপুর জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে  দিবসটি পালন করা হয়।  মঙ্গলবার সকালে  গ্রন্থাগারের মিলনায়াতনে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহাম্মদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম , মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তি । স্বাগত  বক্তব্য রাখেন জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিক্কার মতিন ।

এর আগে জেলা প্রশাসক মো: আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মো:আতাউল গনি বলেন, বই পড়লে শুধু জ্ঞানই বাড়ে না, পৃথিবীর সম্পর্কে অনেক বেশি জানা যায়। তিনি বলেন ডিজিটাল যুগে মানুষ বই পড়ার প্রতি কেন জানি আগ্রহ হারিয়ে ফেলছে, যা আমাদের জন্য দুঃখ জনক।