বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 05, 2023

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায়, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুফুরে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ছেলেমেয়েরা ১শ, ২শ, ৪শ মিটার দৌড়। উচ্চলফ, দীর্ঘলাফ, এবং গ্রামীন খেইটি খেলায় বিপুল পরিমাণ ক্রীড়াবিদ অংশ গ্রহণ করে। এর আগে সকালে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।