বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর চকশ্যামনগর গ্রামে গণপিটুনিতে ডাকাত নিহত ।। এলাকায় গ্রেফতার আতংক ।। পুলিশ সুপারের অভয়

By মেহেরপুর নিউজ

August 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত সর্দার জিয়া নিহত হওয়ার পর গ্রামবাসির মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গ্রামবাসি পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ১০-১২ জনের একদল ডাকাত মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের আমির আলীর ছেলে শহিদুলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে বাড়ি ঘেরাও করে।  ওই সময় গৃহকর্তার চিৎকারে গ্রামবাসি ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে আসলে ডাকাতরা দু’টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ওই সময় ডাকাতদের ছোড়া বোমের আঘাতে শহিদুল ইসলামের ছেলে পটল (৩০) আহত হয়। ওই রাতেই চকশ্যামনগর গ্রামবাসি পার্শবর্তী আমদহ গ্রামের মাঠ ঘিরে রাখে সকাল থেকে মাঠের কলাবাগান ও পাঠ ক্ষেতে খেঁজাখুজির সময় আমদহ গ্রামের মাঠে একটি কলাবাগান থেকে ডাকাত সর্দার মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের অম্মত মন্ডললের ছেলে জিয়াকে (৪৫) আটক করে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনা স্থলে পৌছার আগেই জিয়ার মৃত্যু হয়। ওই ঘটনায় অজ্ঞাত প্রায় ৩’শ জনকে আসামী করে মেহেরপুর থানায় একটি মামলা দায়ের হলে চকশ্যামনগর ও আমদহ গ্রামবাসির মধ্যে আতংক শুরু হয়।

এদিকে গতকাল শনিবার সকালের দিকে চকশ্যামনগর ও আমদহ গ্রামের শত শত মানুষ আলগামন নছিমন ও মোটরসাইকেল যোগে মিছিল সহকারে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাবেত হয়। এসময় পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন গ্রামবাসিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয়ের কোন কারণ নেয়। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোন দল নেয়। তারা দেশের শত্রু দশের শত্রু আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওদের প্রতিহত করুন। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা মতবিনিময় করেন।