অন্যান্য

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বারাদীতে নছিমন উল্টে খাদে ।। আহত ১

By মেহেরপুর নিউজ

August 21, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী-রাজনগরের মাঝামাঝি স্থানে ছাগল কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়েছে মালবাহী একটি নছিমন। আহত হয়েছে নছিমনে থাকা কুষ্টয়া দৌলতপুর গ্রামের শুকচানের ছেলে ভেজাল সাবান ব্যবসায়ী তারাবুল ইসলাম। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতের অবস্থা আশংকামুক্ত।

আজ ২১ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভেজাল সাবান বহনকারি একটি নছিমন বারাদী বাজারে যাওয়ার উদ্যেশে মেহেরপুর থেকে রওয়ানা হয়। নছিমন টি বারাদী-রাজনগরের মাঝামাঝি স্থানে পৌছালে সড়ক পার হওয়া একটি ছাগল কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। আহত হয় নছিমনে থাকা এক ব্যক্তি। পথচারীরা ছুটে এসে নছিমনটি তুলে তলে চাপা পড়া  তারাবুল ইসলাম নামের একজন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।