বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জন্মাষ্টামী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি

By মেহেরপুর নিউজ

August 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগষ্ট: মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের  শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টামী উপলক্ষে আজ বৃহস্পতিবার মেহেরপুর শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের নেতৃত্বে সকাল ৬ টায় র‌্যালিিট মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমন্দীর থেকে শুর করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিমন্দিরে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যাণ্যর মধ্যে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমন্দীর কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. পল্ল­ব ভট্টাচার্য, কাত্তিক চন্দ্র,অভিজিৎ বসু প্রমুখ উপস্থিত ছিলেন।