বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে মিমি বেকারীর জরিমানা

By মেহেরপুর নিউজ

March 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে চালিয়ে মেয়াদ উত্তীন বিভিন্ন খাদ্যপন্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন রং ব্যবহার করে অনিরাপদ ও মানসম্পন্ন নয়, এরুপ খাদ্য সামগ্রী তৈরি অভিযোগে মেহেরপুর শহরের মিমি বেকারীর মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান চালানো হয়। এসময় মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মিমি বেকারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীন বিভিন্ন খাদ্যপন্য আটক করা জব্দ করা হয়।

একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন রং ব্যবহার করে অ-নিরাপদ ও মানসম্পন্ন নয়, এরুপ খাদ্য সামগ্রী তৈরি, খাদ্য কর্মীদের নোংরা পোষাকেও প্রতিবন্ধি ও শিশু দের কাজে লাগিয়ে দীর্ঘদিন বেকারী ব্যবসা চালানোর অভিযোগে মিমি বেকারীর মালিক আতাউর রহমানের ছেলে মনিরুজ্জামানের নিকট থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।