ক্রিকেট

মেহেরপুর জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ক্রিকেটে আমঝুপি ফাইনালে

By মেহেরপুর নিউজ

December 22, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৯ শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে ফাইনালে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল কলেজ সেমিফাইনালে উঠেছে।

রবিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৬৪ রানে শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১০ সবকটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৪২ রান করে। জবাবে খেলতে নেমে শালিকা মাধ্যমিক বিদ্যালয় ১০ ওভারে মাত্র ৫৮ রান সংগ্রহ করে। সবাই আউট হয়ে যায়।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৬০ রানে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে।