রাজনীতি

মেহেরপুর জাতীয় জেল হত্যা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ নভেম্বর: মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ এম এ খালেক, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আশকার আলী, অ্যাড, ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারন সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু প্রমুখ। পরে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালিত মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর হোটেল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাথেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, সাধারণ সম্পদিকা লাভলি ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সভাপতি মফিজুর রহমান প্রমুখ। এর আগে হোটেল বাজার মোড়ে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিত্তে পুস্পমাল্য অপর্নন করে সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ। পরে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বাস্তহারালীগের জাতীয় জেল হত্যা দিবস পালন

মেহেরপুর জেলা বাস্তহারালীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে বাসস্ট্যান্ডে কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বাস্তহারালীগের সভাপতি ফিরোজ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাথেন সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, সহসভাপতি রাহুল হোসেন বাকা, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন,প্রচার সম্পাদক কাজল শেখ, উপজেলা সভাপতি সোহেল আহমেদম সাধারণ সম্পাদক এস এম রাসেল, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, শহর সভাপতি অনিম হোসেন, সহসভাপতি কমন, সাংগঠনিক সম্পাদক শাওন, বাস্তহারা নেতা সুমন, রানা, মহিবুল, তারিক হোসেন, বুলবুল আহমেদ, লিটন আহমেদ , ইয়াদ আলী প্রমুখ।। পরে একটি র‌্যালী বের করা হয়।