বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জাতীয় সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 11, 2018

মেহেরপুর নিউজ, ১১ ফেব্রুয়ারি: মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। বক্তব্য দেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর আবৃতি প্রশিক্ষক আবু হাসনাত দিপু। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন সঙ্গীত শিক্ষক এখলাসুর রহমান টাবলু, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর আবৃতি প্রশিক্ষক আবু হাসনাত দিপু।