ব্যবসা ও বানিজ্য

মেহেরপুর জুয়েলারি কারিগরদের কর্ম বিরতি পালন ও বিক্ষোভ প্রদর্শন

By মেহেরপুর নিউজ

July 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই: সোনার আংটি তৈরি করতে বেশি ভেজাল মেশানোর অভিযোগে দোকান মালিক কর্তৃক কারিগর লাঞ্চিত হওয়ার ঘটনায়  বৃহস্পতিবার মেহেরপুর শহরের জুয়েলারি দোকানের কারিগররা কর্ম বিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করেছে। জানা গেছে, মেহেরপুর শহরের কাঁসারি বাজার এলাকার ভেনাস জুয়েলার্সের মালিক তার দোকানের কারিগর সুশান্তকে অংটি বানাতে সোনা দেয়। সুশান্ত সোনার আংটি তৈরিতে অতিরিক্ত ভেজাল দেয়। বিষয়টি জানাজানি হলে গত বুধবার তাকে লাঞ্চিত করে এবং বিগত প্রায় ২ বছরের চুরি করা সোনার দাম বাবদ একটি মোটর সাইকেল ডিড করে দেয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে মেহেরপুর শহরের জুয়েলারি দোকানের কারিগররা কর্ম বিরতি পালনসহ বিক্ষোভ প্রদর্শন করে।