বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্মরত নার্স নির্যাতিত হওয়ার ঘটনায় সাংবাদিক সস্মেলন

By মেহেরপুর নিউজ

January 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্র্মরত নার্স দীপালী রোজারিও ও আনোয়ারা নামে দুইজন নার্সকে পিটিয়ে আহত করার ঘটনা ও আসামী গ্রেফতার না হওয়ায় উদ্যোগে আসামী আটক ও গ্রেফতারের দাবীতে সাংবাদিক সস্মেলন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে সাংবাদিক সস্মেলনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মোছাঃ হাসিনা খাতুন লিখিত বক্তব্য বলেন আসমী আটক না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত কর্মবিরতি পালন করবো। আগামী বৃহস্পিবারের ভিতরে যদি আসামী আটক না হয়। তাহলে আমরা বৃহত্তর কর্মসূচীতে যেতে বাধ্য হবো। এসময় সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ তাপস কুমার সরকার, ডাঃ রমেশ চন্দ্র নাথ,ডাঃ আবুল বাশার সহ হাসপাতালে কর্মরত সকল ষ্টাফ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী শুরু করে।