টপ নিউজ

মেহেরপুর জেলাতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

November 17, 2019

মেহেরপুর নিউজ:

সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর জেলার মোট ৩৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলায় এবার মোট ১১ হাজার ৫৩০ জন প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ৭৪৩ জন ইফতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার ১৫ টি কেন্দ্রে ৪৩৩৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা নিচ্ছে এরমধ্যে ২০৮৭ জন ছাত্র এবং ২২৪৭ জন ছাত্রী।

গাংনী উপজেলার ১৭ কেন্দ্রে মোট পাঁচ হাজার ৫৪৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে এরমধ্যে ২৬০০ জন ছাত্র এবং ২৮৮৫ জন ছাত্রী রয়েছে।

মুজিবনগর উপজেলায় মোট পাঁচটি কেন্দ্রে ১৭১১ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে এরমধ্যে ৭৯৯ জন ছাত্র ৯১২ ছাত্রী রয়েছে। এদিকে জেলার তিনটি উপজেলায় মোট৭৪৩ জন ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে মেহেরপুর সদর উপজেলার ৩১৫ জন গাংনী উপজেলা ৩২০জন এবং মুজিবনগর উপজেলায় ১০৮ জন ।