কৃষি সমাচার

মেহেরপুর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

By মেহেরপুর নিউজ

February 17, 2020

চলতি বোরো ধান মৌসুমে মেহেরপুর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। গত মৌসুমে ধান চাষীরা তাদের ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় চলতি মৌসুমে বোরো ধান চাষীরা ধান চাষে অনীহা প্রকাশ করছে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল ২১ হাজার ৪৮০ হেক্টর জমিতে। কিন্তু ধান চাষের মোক্ষম সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ আখতারুজ্জামান জানান গত মৌসুমে চাষিরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি চলতি মৌসুমে ভুট্টা গম সহ সবজি চাষ বেশি করায় ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।