বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. সফিকুল আলম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান প্রমুখ।