বিশেষ প্রতিবেদন

মেহেরপুর জেলার একমাত্র নদ ভৈরব এখন সরু খাল

By মেহেরপুর নিউজ

January 15, 2013

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫জানুয়ারী : মেহেরপুর জেলার একমাত্র নদ ভৈরব। যার প্রমত্ত স্রোতধারায় এলাকার মানুষ খুঁজে পেত জীবনের স্রোত ধারা।  প্রভবিশালীদের ইচ্ছা মতো দখল, নদীর মাঝে চাষাবাদ, ইমারত নির্মান, নদীতে স্থায়ী বাঁধ দিয়ে মাছচাষ, খননের আভাবে বছরের পর বছর পলি জমে নব্যতা হারিয়ে প্রমত্ত ভৈরব এখন  সরু খালে পরিনত হয়েছে। দেশের দক্ষিন -পশ্চিমাঞ্চলের  প্রধান নদ নদীর অন্যতম ভৈরব। এই নদ ভারতের  মুর্শিদাবাদ জেলার গঙ্গার শাখা নদী জলঙ্গীর সাথে মিশে কিছুদুর অগ্রসর হয়ে মেহেরপুরের কাথুলী সিমান্ত দিয়ে প্রবেশ করে দক্ষিন পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে সুবলপুরে মাথা ভাঙ্গা নদীর সাথে মিশেছে।  এই পর্যন্ত আপর ভৈরব নামে পরিচিত। ভৈরব মেহেরপুর থেকে প্রভাবিত হয়ে যশোর শহরের ভিতর দিয়ে বসুন্দিয়া ও নওপাড়া হয়ে  খলনার দৌলতপুরে আতাদি নদীতে মিশেছে । ২৪৮ কি.মি দীর্ঘ  এ নদের মেহেরপুর  সীমান্ত পড়েছে ৫০ কি.মি. ।  এ নদ যশোরের বাসুন্দিয়া থেকে ভাটিতে জীবিত থাকলেও উজানে মৃত। ভৈরব মরে যাওয়ার অন্যতম কারণ হিসেবে জানা গেছে, ভারতের উৎপত্তি স্থল জলঙ্গী নদিতে বাঁধ দিয়ে নদীতে বাঁধ দিয়ে ভারত কর্তৃক পানি প্রবাহ  বন্ধ করে দেওয়া। নদীর মরা অংশের ওপর প্রায় অর্ধশত ব্রীজ কালভার্ট তৈরী। এ সব ব্রীজ কালভার্ট নির্মানের সময় প্রযুক্তিগত বিষয় এড়িয়ে অপরিকল্পিত ভাবে নদী শাসন করা হয়েছে। এ সময় নদের দু’পাশ মাটি ভরাট করে নদের প্রশস্ততা ১০-২০ ফুটের মধ্যে আনা হয়েছে এতে স্রোতধারা হারিয়ে ফেলায়

নদীর তলদেশের পলি নিরসন হতে পারছে না। ফলে তলদেশ দ্রুত ভরাট হয়ে যাচ্ছে।  উজানে পানির চাপ না থাকায় শুষ্ক মৌসুমে প্রবাহহীন হয়ে  তলদেশ পর্যন্ত শুকিয়ে যাওয়ায় নদের ঢালুতে চাষাবাদ হচেছ। দখল করে গড়ে উঠেছে মিারত। ১৮৭৩ সালের পর নদের আরেকোন সংস্কার নাকরায় ড্রেজিংয়ের অভাবে পলি জমে এর তলদেশ ভরে গিয়েছে। সরেজমিনে ভৈরব পরিদর্শনে দেখা গেছে ভৈরব নদের বুকে গড়ে তোলা হচ্ছে ইমারত। যাদবপুর ফেরিঘাটের কাছে ভৈরব নদের বুকে মাটি ভরাট করে একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। মাদ্রাসা নির্মাণকারীরা দাবি করছে, তারা ক্রয়সূত্রে জায়গার মালিক হয়ে মাদ্রাসার নির্মাণ কাজ করছেন। দারুল উলুম নুরানী’ নামের মাদ্রাসা পরিচালনা পরিষদ জানান, তারা ৪০ শতক জায়গা স্থানীয় এক ব্যক্তির কাছে ১ লাখ ৮০ হাজার টাকায় ক্রয় করেছেন। কিন্তু ৪০ শতক জায়গার বিপরীতে দখল করা হয়েছে ২’শ শতক এর বেশী ভৈরব নদের তলদেশ। বর্তমানে আবার নতুন করে ড্রেজার মাশিন বসিয়ে ভৈরবের তল দেশ ভরাট করে মাদ্রাসার জায়গা স¤প্রসারণ করা হচ্ছে। সেখানে রয়েছে ছাত্রাবাস। পাশেই গড়ে উঠেছে একটি চাতাল এবং দ্বিতল ভবন। অন্য দখলদাররা বলছে, তারা স্থানীয় ভ‚মি অফিসের কাছে দীর্ঘমেয়াদের লিজ নিয়ে চাষাবাদ করছেন। মেহেরপুরের এসিল্যান্ড বলেন, দখলদারদের অভিযোগ বানোয়াট। তবে দীর্ঘ বছর আগে ভ‚মি অফিসের কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তির মাধ্যমে ভুয়া লিজের কাগজ তৈরি করার অভিযোগ আছে। ২০০৭ সালে মেহেরপুর ভ‚মি কমিশনার এরাদুর রহমান ভৈরবের বুক দখলদার প্রভাবশালীদের তালিকা প্রস্তুত করে তাদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের অনুমতি চেয়ে পত্র দিয়েছিলেন। কিন্তু সে ফাইল রাজনৈতিক কারণে গতি হারিয়েছে। ওই পত্রে বলা হয়েছিল শুধু সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে ৫০০, বুড়িপোতা ইউনিয়নে ৪৭ এবং শহর এলাকায় ২৮৮

জন দখলদার প্রভাবশালী ভৈরব নদ দখল করে আছে আরপুরো জেলায় এ দখলদারের সংখ্যা কয়েক হাজার হবে বলেও তিনি মন্তব্য করেছিলেন। ভৈরব নদ পুনঃ খনন করা হলে শুকনো মৌসুমে সেচ সুবিধা সৃষ্টি ও বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার হেক্টর জমিতে সারা বছর ফসল উৎপাদনের পথ সুগম হবে। এতে এলাকার বার্ষিক শস্য উিৎপাদন হার বেড়ে দ্বিগুন হবে। এছাড়া, নদের সার্বক্ষনিক পানি প্রবাহ সৃষ্টি হওয়ায় ৫০ কিঃ মিঃ এর অধিক জলকর এলাকায় উৎপাদিত মাছের উপর নির্ভর করে ২০/২৫ হাজার মৎস্যজীবী পরিবার তাদের পৈত্রিক পেশায় পুনর্বাসিত হতে পারবে। ফলে মেহেরপুরবাসীর ভাগ্যোন্নয়নের মাধ্যম হতে পারে এই ভৈরব নদ । মেরেপুরের প্রবীন ব্যবসায়ি সামাদুল ইসলাম বলেন, নদী মরে যাওয়ার কারণে জলপথের সকল যোগাযোগ বন্ধ হওয়ার ফলে মেহেরপুরের সাথে এককালীন ব্যবসায়ী স¤পর্ক গড়ে ওঠা দামুড়হুদা, চুয়াডাঙ্গা, যশোর, জীবননগর, কালীগঞ্জ, খালিশপুর সাথে বর্তমান স¤পর্ক্য মৃত প্রায়। জেলার অন্যতম ভৈরব নদী সংস্কার করা হলে জেলার সার্বিক অর্থনীতি উন্নয়ন সর্বাধিক উজ্জল দিক নির্দেশনা বহন করবে এতে কোন সন্দেহ নেই। ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন,ভৈরব নদ তার  উৎসহ মুখে প্রবাহ হারানোর কারনে  এখন নব্যতা হারিয়েছে। নব্যতা নাথাকার করনে কেউ কেউ এখানে চাষাবাদ করছে এবং কেউ কেউ চেষ্টা করছে এটি দখল করে নেওয়ার। সদর উপজেলা চেয়্যারম্যান আলাউদ্দিন বলেন, ভৈরব নদকে পুর্ণঃখনন ও দখল মুক্ত করতে বিগত সব সরকারই উদ্যোগ নিয়েছে কিন্তু অদ্যবদি এর কোন বাস্তবায়ন হয়নি । তিনি আরো বলেন, মাপা হয়েছে আনেকবার,পরিকল্পনা করা হয়েছে পূণঃখননের। এই পর্যন্ত শেষ। আশ্বাসের বানী শুনে এলাকার মানুষ তৃপ্ত থেকেছে বারবার। মেহেরপুরের ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন , ভৈরব পূর্ণ খননের কাজ শুরু হতে চলেছে, খুব শীঘ্রই ভৈরব খননের উদ্বোধন করা হবে।