রাজনীতি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৪ টি ইউপির নির্বাচনের ভোট গ্রহন চলছে

By মেহেরপুর নিউজ

June 18, 2011

মো: আবু আক্তার,গাংনী ভোট কেন্দ্র থেকে: আজ শনিবার বৃষ্টিকে উপেক্ষা করে শান্তি-শৃংখলা পরিবেশে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৪ টি ইউনিয়নের( ষোলটাকা, সাহারবাটি, রায়পুর, ধানখোলা) ইউপি নির্বাচনে ৪০ টি কেন্দ্রে এবং ২’শ ৩৩ টি বুথে একযোগে ভোট গ্রহন চলছে। ৪০ জন প্রিজাইডিং অফিসার, ৪০ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে ১ লাখ ৯২ হাজার ৩’শ ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১লাখ ২০ হাজার ৭’শ ৯৫ জন এবং ৭১ হাজার ৫’শ ৫৭ জন ভোটার ভোট তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিবে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহন একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার মোট ১ লাখ ৯২ হাজার ৩’শ ৫২  জন ভোটার মোট ৪ টি ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান নির্বাচিত করবেন। এ সব পদ লাভের জন্য চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে সরেজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে,বৃষ্টির কারনে কেন্দ্র গুলিতে পুরুষ ও  মহিলা ভোটারের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম । পুরুষ ও মহিলা ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। তবে বৃষ্টির কারনে ভোটারদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে সমস্যায় পড়তে হচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্র অবস্থান সহ প্রতিনিয়ত টহল চালিয়ে যাচ্ছে। জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন,নির্বাচনে আইনশৃংখলা রক্ষার জন্য পুলিশ স্থায়ী দায়িত্ব পালন সহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি,র‌্যাব এবং আনসার বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়া ভ্রাম্যমান আদালত কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে।