রাজনীতি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৫ টি ইউপির নির্বাচনের ভোট গ্রহন চলছে

By মেহেরপুর নিউজ

June 13, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: আজ সোমবার শান্তি-শৃংখলা পরিবেশে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৫ টি ইউনিয়নের (কাথুলী,তেতুঁলবাড়িয়া,কাজিপুর,বামুন্দী,মটমুড়া) ইউপি নির্বাচনে ৪৭ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন চলছে। ৪৭ জন প্রিজাইডিং অফিসার, ৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে ১ লাখ ৬২ হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ১’শ ৭৫ জন এবং ৫৫ হাজার ৫০ জন ভোটার ভোট তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিবে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহন একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার মোট ১ লাখ ৬২ হাজার ২৫ জন ভোটার মোট ৫ টি ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান নির্বাচিত করবেন। এ সব পদ লাভের জন্য চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে সরেজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে,কেন্দ্র গুলিতে পুরুষ ভোটারের  চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি অনেক বেশি। পুরুষ ও মহিলা ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্র অবস্থান সহ প্রতিনিয়ত টহল চালিয়ে যাচ্ছে। জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন,নির্বাচনে আইনশৃংখলা রক্ষার জন্য ৩২০ জন পুলিশ স্থায়ী দায়িত্ব পালন সহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি,র‌্যাব এবং আনসার বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়া ভ্রাম্যমান আদালতের টিম কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে।