মেহেরপুর নিউজ:
চলতি সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেহেরপুর জেলা এবার কোন বিদ্যালয় থেকে শতভাগ পাস করেনি । মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ মেহেরপুর জেলার তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ৪ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এ দুটি বিদ্যালয়ের পরে অবস্থান করছে।
অন্য বছরের ন্যায় ফলাফলে জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ।
চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১১৪ জন। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে মাত্র একজন ফেল করেছে। পাস করেছে ১১৩ জন। এর মধ্যে ৬০ জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পাশের শতকরা হার ৯৯.১২%।
গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে ১৬৪ জন পরীক্ষা দিয়ে একজন মাত্র ফেল করেছে। অর্থাৎ পাশ করেছে ১৬৩ জন। এখানে পাশের শতকরা হার যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১০ জন। সন্ধানী স্কুল এন্ড কলেজের পাশের শতকরা হার ৯৯.৩৯%।
এরপরে রয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছিল মোট ১৯৪ জন। পাস করেছে ১৯১ জন।সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছ ৬১ জন। সরকারি বালক উচ্চ বিদ্যালয় পাশের শতকরা হার ৯৮.৪৭%।
মেহেরপুরের গাংনী উপজেলা জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবার এক ধাপ নিচে নেমে গেছে। চলতি সালের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ৯৩ জন। পাশের শতকরা হার ৯৬.৪৭%। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। এরপরে রয়েছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ১৯৮ জন। পাস করেছে ১৮৯ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। পাশের শতকরা হার ৯৫.৪৫। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকে এবার ২৬৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৪৯ জন।এখানে পাশের শতকরা হার ৯৪.৩১%। জিপিএ-৫ পেয়েছে ১১০ জন। মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯১ জন। এখানে পাশের শতকরা হার ৯৫.০৫%।জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি সালে পরীক্ষা দিয়েছিল ৫৮ জন। পাশ করেছে ৪৪ জন। পাশের শতকরা হার ৭৫.৮৬%।জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন জন।
মেহেরপুর জেলার সকল বিদ্যালয়ের বিস্তারিত ফলাফল আগামীকাল মেহেরপুর নিউজ প্রকাশ করা হবে।