বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা তথ্য অফিস মিলনায়তনে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার তুলসী কুমার পাল, জেলা ব্রাকের সমন্বয়ক মনিরুল হুদা প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ২ কর্মকর্তাকে শুভেচ্ছা ও উপর প্রদান করা হয়।