বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

By Meherpur News

May 08, 2025

মেহেরপুর নিউজ:

মেহেররপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

মেহেরপুর জেলায় এবার ১৮৪ টি ল্যাপটপ এবং ১২০ টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরন করা হয়। ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদ উপস্থিত ছিলেন।