বিশেষ প্রতিবেদন

মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্তে এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে

By মেহেরপুর নিউজ

January 21, 2013

এক্সক্লুসিভ আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী: মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্তে এক সপ্তাহ ধরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফ কর্তৃক বাংলাদেশী কৃষক অপহরণ, গুলি বর্ষণ, সীমান্ত অতিক্রম করে বিএসএফ এর বাংলাদেশের ভিতরে অবৈধভাবে অনুপ্রবেশ সহ নানা কারনে সীমান্তে উত্তেজনা চলছে। এতে সীমান্তবর্তী গ্রাম গুলোতে শুরু হয়েছে নতুন করে আতংক। ঘটনা ১: গত ১৬ জানুয়ারী দুপুরে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ভাটিগাছি ক্যাম্পের বিএসএফ সদস্য কুলিন্দ বিন্দু অস্ত্র গুলি ও ওয়াকিটকি সহ মুজিবনগর আনন্দবাস সীমান্তের দিয়ে বাংলাদেশ ভু-খন্ডে অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে স্থানিয় কৃষকরা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। ঘটনা ২: গত ১৮ জানুয়ারি বিকালে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মিরাজুল, জাহিদুল, শাহীনুর ও কুরবান নামের ৪ কৃষক আন্তজার্তিক সীমান্ত পিলার ১৩১/ ৩ এস এর নিকট ঘাস কাটার সময় নন্দনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের কে অপহরণ করে নিয়ে যায়। পরে উভয় দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যেমে তাদের ফেরত দেয়। ঘটনা ৩: এর একদিন পরে ২০ জানুয়ারী রোববার বেলা সাড়ে ৩টার সময় মুজিবনগর আনন্দবাস সীমান্তের ৯৬/৮এক্স মেইন পিলারের কাছে জয়পুর গ্রামের তালেবের ছেলে মোমিন সহ ৫জন কৃষক বাংলাদেশী জমিতে কাজ করছিল। এসময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গোমরাপুর ক্যাম্পের ৯২ ব্যাটেলিয়নের বিএসএফ সদস্যরা তাদের কে লক্ষ্য করে গুলি ছুড়লে মোমিন গুলিবিদ্ধ হয়। একই সপ্তাহে পরপরই কয়েকটি ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবে বেড়ে চলেছে সীমান্ত উত্তেজনা। তবে এ বিষয়ে কুষ্টিয়ার ৩২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল কাজী আরমান হোসেন ও চুয়াডাঙ্গার ৩৫ ব্যাটেলিয়নের অধিনায়ক গাজী আসাদুজ্জামান অভিন্ন ভাষায় জানান, আমরা এঘটনার পর তাদেও বিএসএফ কে প্রতিবাদ জানিয়েছি। তারা আমাদের আশস্থ্য করেছেন। বিষয় গুলি তদন্ত করে পরবর্তিতে এ ধরনের ঘটনা আর যেনো না ঘটে সে ব্যাপারে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।