টপ নিউজ

মেহেরপুর জেলার মর্যাদা অনেক উন্নত–জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

February 12, 2020

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আজকে মেহেরপুর জেলায় চুরি ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আপনারা লক্ষ্য রাখবেন যারা ওই কাজগুলো করতো তাদের অনেক গাত্রদাহ হচ্ছে যারা চুরি-ডাকাতি করতে পারছে না তাদের অনেক কষ্ট হচ্ছে।  যে কারণে এখন কিছুদিন বিগাড়ের মতো বকতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নামের সঙ্গে জড়িত এই মেহেরপুর জেলার মর্যাদা অনেক উন্নত হতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বুধবার মেহেরপুর জেলা শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে মেহেরপুরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ কথা বলেন।

এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যলি বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে র‍্যালীটি প্রধান সড়ক হয়ে বাদ্যের তালে তালে র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়। র‍্যালিতে অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুল কবির মেনন,জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী,সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।