বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধে বিদ্যমান সুযোগ, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাচার প্রতিরোধ কমিটির এই সভা অনুষ্ঠিত গয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ , জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেল সুপার মনির হোসেন , গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার,,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে জে এম সিরাজুম মুনীর প্রমূখ।

এসময় সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে তথ্য বা ধারণা প্রদান করেন। এছাড়াও তিনি ইউনিয়ন, উপজেলা ও জেলা মানবপাচার প্রতিরোধ (সিটিসি) কমিটির দায়-দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।