বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন কুতুবপুর

By মেহেরপুর নিউজ

July 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার  শ্রেষ্ঠ ইউনিয়ন  হিসেবে নির্বাচিত হয়েছে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন । রবিবার দুপুরের দিকে  মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা অফিস সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মেহেরপুরের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়। সেখানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাক। বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সম্মাননাটি দেওয়া হয়েছে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, এ বিজয় শুধু আমার না, কুতুবপুর ইউনিয়নের জনগনের কাঙ্খিত বিজয়। আমি চেষ্টা করি সার্বক্ষণিকভাবে আমার ইউনিয়নের মানুষের সব বিষয়ে খোঁজ-খবর রাখার। সারাজীবন তাদের পাশে থেকে সহযোগীতা করে যেতে চাই।