বিশেষ প্রতিবেদন

মেহেরপুর জেলার সকল রুটে পরিবহন ধর্মঘট শুরু

By মেহেরপুর নিউজ

June 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন:

শনিবার থেকে মেহেরপুর-কুষ্টিয়া রুটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। হিরোইনসহ এক পরিবহন শ্রমিক র‌্যাবের হাতে আটক হওয়ার প্রায় ১০ দিন পর মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পরিবহন ধর্মঘট ডাকে। রোববার থেকে জেলার সকল রুটে পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। জানাযায়, গত ৭জুন মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে র‌্যাব এক কোটি টাকার হিরোইন উদ্ধারসহ বাসের সুপার ভাইজার মেহেরপুর শহরের শেখপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে সিরাজুল ইসলামকে (৪৮) আটক করে। এ ঘটনায় আটক সুপার ভাইজারের মুক্তির দাবিতে শনিবার থেকে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পরিবহন ধর্মঘট ডাকে। এ দিকে পরিবহন ধর্মঘটের কারনে মেহেরপুরের মানুষ জিম্মি হয়ে পড়েছে। এর পরও মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন  রোববার থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-মুজিবনগরসহ জেলার সকল সড়কে পরিবহন ধর্মঘট শুরুর ঘোষনা দিয়েছেন।