বিশেষ প্রতিবেদন

মেহেরপুর জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ আগস্ট: ধর্মীয় আমেজে ও উৎসবমুখর পরিবেশে সমগ্র মেহেরপুর জেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম ধর্মালম্বীদের চিরাতায়িত একে অপরের সাথে কোলাকুলির বিনিময়ের মাধ্যমে একে অপরের সাথে কুশল বিনিময় করেন, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক,বিভিন্ন পেশার মানুষ,বয়োবৃদ্ধ,অবাল,বৃদ্ধ বনিতা,শিশু সহ নামাজ পড়তে আসা সর্বস্তরের মানুষ। এমনকি  ঈদের নামাজ আদায় করতে আসা মহিলারাও। মেহেরপুর জেলা শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯ টায় নতুন পৌর ঈদগাহ ময়দানে। জামাতে ইমামতি করেন পৌর ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: শাহজালাল । এখানে নামাজ আদায় করেন,মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন ,মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন,মেহেরপুরের পৌর মেয়র মুতাচ্ছিম বিল্লাহ মতু,বিএনপি নেতা আলমগীর খান সহ শহরের বিভিন্ন স্তরের মানুষ। ঈদুল ফিতরের ২য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায় মেহেরপুর পুরাতন পৌর ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করেন হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রোকনুজ্জামান। মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন সহ শহরের বিভিন্ন স্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে  মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গঁনে সকাল সাড়ে ৮টায় টায় অনুষ্ঠিত হয় আরেকএকটি জামাত। ইমামতি করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা আনসারউর্দ্দিন বেলালী।  জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে  ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭ টায় আহলে হাদিসের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে এবং মেহেরপুর জেলা কারাগার প্রাঙ্গঁনে। কারাগারে আটক বন্দীরা এখানে নামাজ আদায় করেন। শহরের পাশ্ববর্তী খন্দকারপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন খন্দকার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সানোয়ার হোসেন। মেহেরপুর জেলা পরিষদেও প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা,মেহেরপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার আব্দুল মতিন,মেহেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার সহ আরোও অনেকে।

মেহেরপুর আহলে হাদিসের নামাজ অনুষ্ঠিত হয় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে সকাল সাড়ে ৭টায় । যেখানে পর্দার মাধ্যমে মহিলারাও নামাজে অংশ গ্রহন করেন। এছাড়া মেহেরপুর পৌর সভার উদ্যোগে নতুর পৌর ঈদগাহে সকাল ১০ টায় আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে মহিলারা এই প্রথম বারের মতন সেখানে অংশ গ্রহন করেন।

আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা দাউদ হোসেন। এখানে নামাজ আদায় করেন মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা,আমঝুপি ই্‌উপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুসহ অত্র এলাকার মুসল্লীরা।

এদিকে এবারের ঈদের নামাজ স্থলে পুলিশী নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতন। শহর ও শহরের সন্নিকটের জামাত স্থলে পুলিশ মোতায়েন ছিলো। এছাড়া নামাজকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গ্রামের ঈদগাহ মাঠে পুলিশী নিরাপত্তা জোরদার ছিলো বলে জানা গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন সংঘর্ষের সংবাদ পাওয়া যায়নি।