ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুর জেলায় এবার ৩৫টি পূজামণ্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ।। চলছে রং তুলির কাজ

By মেহেরপুর নিউজ

October 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ অক্টোবর: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে  মেহেরপুর জেলার ৩টি উপজেলায় ৩৫টি পূজামণ্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে,চলছে রংতুলির কাজ। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ মেহেরপুর নিউজ কে জানান,  মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ১২টি, গাংনী পৌর এলাকাসহ গাংনী উপজেলায় ১৭টি এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ৬টি পূজামণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। রঙতুলির কাজ শুরু হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য মেহেরপুর নিউজকে বলেন, প্রতিমা তৈরির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত সরকারি সাহায্য-সহযোগিতার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। উল্লেখ্য,আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৫ দিনব্যাপি শারদীয় দুর্গা উৎসব শেষ হবে।