মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় তিনটি উপজেলায় হোম কোয়ারান্টিনে থাকার সংখ্যা বাড়ল ৮ জনের । মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে মেহেরপুর সদর উপজেলায় ৫ জন ও গাংনী উপজেলায় ৩ জন নতুন করে হোম কোয়ারান্টিনে রয়েছেন ।
শনিবার পর্যন্ত এই জেলায় হোম কোয়ারান্টিনে ছিলেন ২২৪ জন। এর পর আজ রবিবার নতুন করে আরও ৮ জনকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার মেহেরপুর জেলায় মোট ৫৯ জনকে হোম কোয়ারেন্টি থেকে ছাড়ে দেওয়া হয়েছে। বর্তমানে এ জেলায় মোট ১৭৩ হোম কোয়ারান্টিনে আছেন এবং একই সাথে মেহেরপুর জেলায় প্রথম থেকে এ পর্যন্ত মোট ৩০৩ জনকে হোম কোয়ারেন্টি থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।