বিশেষ প্রতিবেদন

মেহেরপুর জেলায় চলতি মৌসুমে শষ্য চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

By মেহেরপুর নিউজ

January 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারি: চলতি মৌসুমে মেহেরপুর জেলায় শষ্য চাষের লক্ষ্যমাত্রা অজির্ত হয়নি।নির্ধারিত লক্ষ্য মাত্রার চেয়ে ১২০ হেক্টর কম জমিতে শষ্য চাষ হয়েছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মেহেরপুর জেলার ৩টি উপজেলায় শষ্য চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিলো ৬ হাজার ২৭০ হেক্টর জমিতে। কিন্তু নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১২০ হেক্টর কম জমিতে শষ্য চাষ হয়েছে। অর্থাৎ জেলায় মোট ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে শষ্য চাষ হয়েছে। গতবছর মেহেরপুর জেলায় ৬ হাজার ২০০ হেক্টর জমিতে শষ্য চাষ হয়েছিলো। এদিকে আবাদ কৃত শষ্য ভালো ফলন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।