শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জেলায় জিপিএ-৫ পেয়েছে ২’শ ১০ জন শিক্ষার্থী

By মেহেরপুর নিউজ

May 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: এসএসসি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল থেকে ২’শ ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস। অকৃতকার্য হয়েছে ২১০ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে গাংনী উপজেলায় রয়েছে ১’শ ৩১ জন,মেহেরপুর সদর উপজেলায় ৬৫ জন ও মজিবনগরে ১৬ জন। জেলায় ৮০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৩৩৫ জন ছাত্র ছাত্রী এবছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। জেলায় পাশের শতকরা হার হয়েছে প্রায় ৯৩ শতাংশ। জেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল অর্জন করেছে গাংনী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। জিপিএ-৫ পাওয়া ২১০ জন ছাত্র ছাত্রীর মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন ছাত্র ছাত্রী। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী কেন্দ্র সচিব আফজাল হোসেন জানান, গাংনী পরীক্ষা কেন্দ্রে আওতায় ৫ টি বিদ্যালয় শতভাগ ছাত্র ছাত্রী পাশ করেছে।