শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ।। ৩৬ টি কেন্দ্র ১২হাজার ৬’শ ৪ জন পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

November 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর সারাদেশের ন্যায় আজ বুধবার মেহেরপুর জেলার ৩৬ টি কেন্দ্রে একযোগে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এতে ৩৬টি কেন্দ্রে মোট ১২ হাজার ৬’শ ৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মেহেরপুর জেলার ৩টি উপজেলায় পিএসসি পরীক্ষায় মোট ১১হাজার ৭’শ ১১ জন পরীক্ষার্থী এবং ইবতেদায়ী পরীক্ষায় ৮’শ ৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,আজ মেহেরপুর সদর উপজেলায় ১৪টি কেন্দ্রে ৪ হাজার ৭’শ ৪জন,মুজিবনগর উপজেলার ৪টি কেন্দ্রে ১হাজার ৮’শ ৮জন এবং গাংনী উপজেলার ১৩টি কেন্দ্রে ৫ হাজার ১’শ ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এক সাথে ইবতেদায়ী পরীক্ষায় মেহেরপুর সদরের ২টি কেন্দ্রে ৪’শ ৪৪ জন ,গাংনী উপজেলায় ২টি কেন্দ্রে ৩’শ ২৬ জন এবং মুজিবনগর উপজেলায় ১টি কেন্দ্রে ১’শ ২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

জেলা প্রশাসক মাহমুদ হোসেন ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন।