ক্রিকেট

মেহেরপুর জেলা অনুর্ধ ১৬ ক্রিকেট দল সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা

By মেহেরপুর নিউজ

January 16, 2020

মেহেরপুর নিউজ:

অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে অংশ নেয়ার জন্য মেহেরপুর জেলা অনুর্ধ ১৬ ক্রিকেট দল সাতক্ষীরার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলনের নেতৃত্বে দলনায়ক দায়ান সহ মোট ১৪ সদস্যেের দল সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। অন্য খেলোয়াড় হলো আসিফ, শুভ, সজল, রিসান, শোহান, নাহিদ, মিথুন, ফয়সাল, রাসেল রানা, সৈকত, শান্ত, জাকিরুল ও মাসুম।