আইন-আদালত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ।। জাতীয়তাবাদী পানেলের নিরঙ্কুস বিজয়

By মেহেরপুর নিউজ

November 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপুর্নভাবে শেষ হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি প্যানেলের সভাপতি , সাধারন সম্পাদক সহ ১৫ টি পদের মধ্যে ১১টি পদে জয়লাভ করেছে। শুক্রবার দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১২ টি ভোটের মধ্যে ১০২ টি ভোট পোল হয়। ১৫টি পদে ২টি প্যানেল সহ ৩১ জন ভোটার নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।

জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের বিজয়ীরা হলেন সভাপতি পদে আনোয়ার হোসেন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন । ৪৭ ভোট পেয়ে পরাজিত হন আওয়ামীলীগ প্রার্থী খন্দকার একরামুল হক। সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের আসাদুল আযম খোকন ৩৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের এ কে এম শফিকুল আলম পান ৩৭ ভোট। একমাত্র স্বতন্ত্র সাধারন সম্পাদক প্রার্থী ইব্রাহিম শাহিন পান ২৭ ভোট।

নির্বাচনে জাতীয়তাবাদী ফোরোমে বিজয়ী অন্য প্রাথীরা হলেন, সহসভাপতি জাহামত আলী ৫৯ ভোট, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ৫১ ভোট, আব্দুল আলীম ৬১ ভোট, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ৪৯ ভোট, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক একেএম জিল্লুর রহমান ৫৭ ভোট, সদস্য পদে হাসান মাহবুবুর রহমান ৫০ ভোট, মনিরা হাসান মিলি ৫২ ভোট, নজরুল ইসলাম মন্ডল ৫৮ ভোট, এহান উদ্দিন মনা ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

আওয়ামী আইনজীবী প্যানেল থেকে সহসভাপতি পদে আব্দুল কুদ্দুস ৫৩ ভোট, সদস্য পদে একে এম আছাদুজ্জামান ৪৯ ভোট, আবদুল্লাহ মামুন রাসেল ৫৯ ভোট এবং কে এম নুরুল হাসান রঞ্জু ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রবীণ আইনজীবী আব্দুর রাজ্জাক।