আইন-আদালত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ।। প্রার্থীদের মনোনয়নপত্র জমা

By মেহেরপুর নিউজ

November 12, 2015

মেহেরপুর নিউজ,১২ নভেম্বর: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী মারুফ আহমেদ বিজন উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার অ্যাড. বিমল কুমার বিশ্বাসের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এর পরপরই আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোখলেসুর রহমান তাদের প্যানেলর প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমাদানকারী প্রার্থীরা হেলেন,সভাপতি পদে মারুফ আহমেদ বিজন, মোখলেসুর রহমান, সহসভাপতি জাহামত আলী, মনিরা হাসান মিলি, শাজাহান আলী, সাথী বোস, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম, ইব্রাহিম শাহিন, যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম,নাজমুন্নাহার খানম, নাজমুল হুদা, মোশাররফ হোসেন, কোষাধাক্ষ পদে এএসএম সাইদুর রাজ্জাক , এনামুল হক, পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এএসএম হাসানুল্লাহ, সাইফুল ইসলাম,সদস্য পদে রহমতুল্লাহ, আফরোজা বেগম ফাতেমা, রফিকুল ইসলা, হাসান মাহবুবুর রহমান, আরিফুজ্জামান, ইলিয়াস কাঞ্চন জনি, রেহান উদ্দিন মনা, সিরাজুল ইসলাম, রুত শোভা মন্ডল, রাশিদুল হক, কে এম নুরুল হাসান, আবদুল্লাহ আল মামুন রাসেল ও নিয়ামুল খান। আগামী ২৭ নভেম্বর জেলা আইনজীবী পরিষদ মিলনায়তনে সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অ্যাড. আব্দুর রাজ্জাক।