আইন-আদালত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ।। সভাপতি মারুফ আহমেদ, সম্পাদক নজরুল ইসলাম

By মেহেরপুর নিউজ

November 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ নভেম্বর: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১১টিতে তারা বিজয়ী হয়েছে। শুত্রবার বিকাল ৫টার দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ আহমেদ বিজন । তিনি ভোট পেয়েছেন ৫৪। তার নিকটতম প্রতিদ্বন্দী মোখলেছুর রহমান (আওয়ামীলীগ) পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপির নজরুল ইসলাম ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এস এম ইব্রাহিম শাহিন পেয়েছেন ৪৮ ভোট। অন্যপদে বিজয়ীরা হলেন: সহসভাপতি পদে সাথী বোস মীরা (আওয়ামীলীগ) ৪৮ ভোট, শাহজাহান আলী ৫০ ভোট (আওয়ামীলীগ), যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম (বিএনপি) ৪৯ ভোট, নাজমুন নাহার খানম (বিএনপি) ৪৮ ভোট , কোষাধাক্ষ পদে এ এসএম সাইদুর রাজ্জাক (বিএনপি) ৫০ ভোট), পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এএসএম হাসানুল্লা (বিএনপি) ৫২ ভোট, সদস্য পদে রহমতুল্লাহ (বিএনপি) ৫২ ভোট , আফরোজা বেগম (বিএনপি) ৪৭ ভোট, আরিফুজ্জামান (বিএনপি) ৪৮ ভোট , ইমতিয়াজ বিন জুয়েল (আওয়ামীলীগ) ৫৪ ভোট , ইলিয়াস কাঞ্চন (বিএনপি) ৪৬ ভোট , এহান উদ্দিন (বিএনপি) ৫১ ভোট। এছাড়া সদস্য পদে আবদুল্লাহ আল মামুন এবং হাসান মাহবুবুর রহমান দুজনেই ৪৮ ভোট পাওয়ায় লটারির মাধ্যমে আবাদুল্লাহ আল মামুনকে (আওয়ামীলীগ) বিজয়ী করা হয়। এর আগে শুক্রবার সকাল ৯টার সময় ভোটগ্রহন শুরু হয়ে দেড় ঘন্টা (নামায ও মধ্যাহ্ন ভোজের) বিরতী দিয়ে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১১৩টি ভোটের মধ্যে ৯৯ টি পোল হয়।